এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস পরিচালিত বগুড়ার টিএমএসএস চত্ত্বরে বগুড়া ডিস্ট্রিক প্রাইমারি এডুকেশন টাউন সাব পোস্ট অফিস কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। টিএমএসএস বিনোদন চত্বরে ২৮ এপ্রিল সকাল ১১ টায় এ সাব পোস্ট অফিস উদ্বোধন করা হয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক উদ্যোক্তা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাব পোস্ট অফিস কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও সাব পোস্ট অফিস কার্যালয় প্রতিষ্ঠার নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন উত্তরাঞ্চলীয় রাজশাহীর পোস্ট মাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়ার ডিপুটি পোস্ট মাস্টার জেনারেল মোঃ আনোয়ার হোসেন ও বগুড়ার সহকারি পোস্ট মাস্টার জেনারেল মোঃ আলা মিয়া প্রমুখ। অনুষ্ঠানে টিএমএসএসের কর্মকর্তাদের মধ্যে উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান ও টিএমএসএসের উপদেস্টা আয়শা বেগম প্রমুখ বক্তব্য দেন। অন্যদের মধ্যে টিএমএসএসের পরিচালক আব্দুস সালাম ও পরিচালক প্রশাসন শাহাজাদী বেগমে প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন ডাক বিভাগের বহুমুখী সেবা প্রাপ্তির সহজ লভ্যতা মানুষের দোর গোড়ায় পৌছে দিতে ও সুবিধা বঞ্চিত বগুড়ার মানুষের জীবন মান উন্নয়নে এখানে ডিস্ট্রক প্রাথমিক এডুকেশন টাউন সাব পোস্ট অফিস স্থানান্তরিত করে টিএমএসএস চত্বরে উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে টিএমএসএসের পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, পরিচালক জিজি এন্ড আইটি মোঃ মাহাবুবর রহমান, টিএমএসএসের উপদেষ্টা,পর্ষদ পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও কর্মী, পোস্ট অফিস কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।