পাবনায় তীব্র তাপদাহ থেকে স্বস্তি আনতে পৌরসভার উদ্যোগে সড়কে পানি
পাবনা থেকে এ কে খান :
পাবনায় তীব্র তাপদাহে জন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রখর রোদে তাপমাত্রা বৃদ্ধির ফলে মানুষ, পশু, পাখি, গাছ, পালা, কৃষি জাত দ্রব্যের ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় পাবনা পৌরসভার উদ্যোগে সড়ক ও জনপদ পাবনা সার্কেলের সহযোগিতায় তীব্র তাপদাহ থেকে স্বস্তির জন্য পাবনা শহরের বিভিন্ন রাস্তায় পানি দিয়ে ভেজানো হচ্ছে যাতে করে জন জীবনে প্রশান্তি আসে। বেশ কিছুদিন ধরে সারাদেশের ন্যায় পাবনাতেও বইছে তীব্র তাপদাহ, কোন, কোন দিন সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড হচ্ছে, সেই তাপদাহে জনজীবন একেবারে অতিষ্ঠ। মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। এ অবস্থার ফলে মানুষের মধ্যে দেখা দিয়েছে নানা রকম শারিরীক ও মানুষিক সমস্যা। এরই মাঝে গত ২১শে এপ্রিল পাবনায় সুকুমার দাস নামে একজন হিটস্ট্রোকে মারা যান। শুধু তাই নয় হাসপাতাল ও ক্লিনিক গুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। অতিরিক্ত গরমের কারনে প্রেসার ও স্ট্রোক এর ঝুকি বাড়ছে। এ বিষয়ে পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন সারাদেশের ন্যায় পাবনাতেও অস্বাভাবিক তাপমাত্রা সেটা মাথায় রেখে জনগন যাতে করে একটু হলেও স্বস্তি পায় সেজন্য আমরা গত কয়েকদিন ধরে পাবনার প্রধান প্রধান সড়কে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। বিশেষ করে রিক্সা চালক ও দিন মজুরদের খুবই কষ্ট হয়ে পরেছে। সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পরেছে। সেজন্য আমাদের এই উদ্যোগ, যতদিন তাপমাত্রা স্বাভাবিক না হয় ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পৌরসভার এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন পাবনার সকল শ্রেনী, পেশার মানুষ।