এ কে খান :
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর ও প্রভাষক শরিফুল ইসলাম আজাদ এর রুহের মাগফেরাত কামনা করে ২৯ এপ্রিল সোমবার পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে মসজিদুল আত- তাকওয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর তোহা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নিজামুদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা আরিফপুর জে ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান প্রমুখ। মাহফিলে অন্যদের মধ্যে দারুল আমান ট্রাস্টের ট্রাস্টি মাওলানা আব্দুর রউফ, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহ আরিফ, শিক্ষক প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু, মাওলানা আব্দুস শাকুরের পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাহবুবুর রহমান, শরিফুল ইসলাম আজাদের পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে আব্দুল কাইয়ুম সিয়াম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা উভয়ের শিক্ষকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং তাদের জীবনের সততা যোগ্যতা, দক্ষতা ও কর্মপরিকল্পনা অনুসরণের মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান। সবশেষে প্রধান অতিথি অধ্যক্ষ নিজামুদ্দিন দোয়া পরিচালনা করেন। উল্লেখ্য মাওলানা আব্দুস শাকুর গত ২৮ এপ্রিল রোববার মাদ্রাসা শেষে বাড়ি ফিরে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন এবং শরিফুল ইসলাম আজাদ গত এপ্রিল রমজান মাসে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দুজন শিক্ষকই ইসলামী আন্দোলনের দায়িত্বশীল পর্যায়ের কর্মী ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার উপাধক্ষ মাওলানা আব্দুল লতিফ।