ভোলার শশীভূষণে ইস্তিস্কার নামাজ আদায়, আল্লাহর রহমত বৃষ্টির জন্য প্রার্থনা
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে তীব্র তাপদাহ থেকে রক্ষায় বৃষ্টি জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার শশীভূষণ থানা সদর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে এ ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন শশীভূষণ থানা সদর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব (ঈমাম) হযরত মাওলানা নূরে আলম নূরানী। খুৎবা পাঠ করেন মাওলানা হারুন আর রশিদ ও সার্বিক পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন।
নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শশীভূষণ থানা সদর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব (ঈমাম) হযরত মাওলানা নূরে আলম নূরানী। মোনাজাতে মহান আল্লাহর রহমত বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করা হয়। এ সময় আশপাশের এলাকা ও শশীভূষণ বাজারের ব্যবসায়ীসহ কয়েকশ মুসল্লিা নামাজে অংশ নেন।