১৮ বছর পর টিটু চৌধুরী ও শর্মিলা চৌধুরীর ১ম সন্তানের জন্ম, অন্নপ্রাশনোত্তর অনুষ্ঠান অনুষ্ঠান
মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি
রাউজান উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগ নেতা রিটন প্রসাদ চৌধুরীর ছোট ভাই টিটু চৌধুরী ও তার স্ত্রী শর্মিলা চৌধুরীর বিবাহিত জীবনের দীর্ঘ আঠারো বছর পর ১ম সন্তানের জন্ম হয়েছে। সৃষ্টিকর্তার কৃপায় জন্ম নেওয়া সন্তানের নামকরণ করা হয়েছে কৃপা চৌধুরী। এতে পরিবারের সকলের মাঝে আনন্দ ও উল্লাস বিরাজ করে। এই উপলক্ষে ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আনিকা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর কৃষকলীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন চৌধুরী, ক্রীড়াবিধ সুমন দে, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ বাবর উদ্দিন, দিপলু দে দিপু, সাবের হোসেন, মোহাম্মদ আসিফ, তছলিম উদ্দিন রিঙ্কুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও সদ্য জন্ম নেওয়া কৃপা চৌধুরীর জন্য আশির্বাদ কামনা করেন জেঠা রিটন প্রসাদ চৌধুরী, রুপন প্রসাদ চৌধুরী, বাবা টিটু প্রসাদ চৌধুরী ও মা শর্মিলা চৌধুরী।