মো কাওছাৱ মিয়া দিপু বগুড়া জেলা প্ৰতিনিধি
বগুড়ার কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
গত ২১ এপ্রিল কাহালু উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে কাহালু উপজেলা নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান কাহালু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান ও বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ এ এন এম আহছানুল হক।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রওশন আক্তার ও সদ্য পদত্যাগ করা কাহালু পৌর কাউন্সিলর মোছা. আছমা বেগম।
উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, সাবেক উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, প্রভাষক মো. আব্দুল্লাহ আল মাসুদ, অঞ্জন কুমার, মো. সাইফুল ইসলাম সুলতান, মো. রায়হান আলী ও মো. আব্দুস সোবাহান ।
সংশ্লিষ্ট সুত্রমতে ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার ও ২ মে প্রার্থীদের প্রতিক বরাদ্দ ও ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাহালু উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯২ হাজার ৪”শ ০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৯”শ ৫১ জন, মহিলা ভোটার ৯৬ হাজার ৪”শ ৪০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।
কাহালু উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আক্তার জানান, অত্র উপজেলার মোট ৬৫টি ভোট কেন্দ্রের ৫”শ ০৯ টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।