কবি- এ এস এম সাদেকুল ইসলাম
কিলুবিলু কিলুবিলু করে সদা
কপটের সঙ্গী চরণচাটা গোলামো,
নৈতিক শিষ্টাচার খাদে পরে অত্যাচার
আদর্শ সবগুলো বাজারেতে নিলামো।
ভালো নেই ভালো যতো মানুষেরা
সত্যের পুজো নেই ভালো কথার নেই বালাই,
দালালেরা মজে আছে পেটফোল ভজে আছে
রাতদিন’ নিত্য খায় শুধু রস মালাই।
প্রার্থ-আরাধনায় নেই ধ্যান নেই মন
রিয়ায় জপে মুখে তসবিহ মালা,
স্রষ্টাকে ধোকা দেয় – স্বার্থটা বেছে নেয়
শয়তান অনুসারী মুখে বেশ জাকমারী কপট সালা।