এ কে খান :
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার টিএমএসএসের বনগ্রাম শাখার ম্যানেজার ও মাঠ কর্মীগন ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে ঋণ গ্রহিতা সদস্য কর্তৃক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামে। মাহমুদপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মাছুম হোসন টিএমএসএসের বনগ্রাম শাখা থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ নেয়। ঐ দিন ঋণের কিস্তির টাকা আদায় করতে গেলে মাছুমদ হোসেন কিস্তির টাকা পরিশোধ না করে টিএমএসএস ম্যানেজার ও কর্মীদের সাথে বাগ বিতন্ড শুরু করে। এ সময় মাছুম হোসেন ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে ম্যানেজার মোঃ নাজির হোসেন ও মহিলা মাঠ কর্মী সহ তিন জনের উপর হামলা চালায়। হামলায় ম্যানেজার মোঃ নাজির হোসেন, মহিলা মাঠ কর্মী শাহানাজ পারভীন ও মাঠ কর্মী নূর হোসেন মারাত্মক ভাবে আহত হয়। এ সময় টিএমএসএস কর্মীদের নিকট থেকে নগদ ১ লাখ ৬১ হাজার ৫৯৫ টাকা ও ম্যানেজারের ব্যবহৃত মটর সাইকেল কেড়ে নেয়। আহত কর্মীদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত ২৯ এপ্রিলের ঘটনায় সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে টিএমএসএসের ঋণী সদস্য মাছুম হোসেনের নেতৃত্বে অন্যরা হলেন তার স্ত্রী শিউলি বেগম ২২, মাতা মোছাঃ মনজুয়ারা বেগম ৬০, চাচা ইসমাইল হোসেন ৫৫ পিতা – কিছাম উদ্দিন, প্রতিবেশী মৃত জাবেদ আলীর ছেলে দুলাল হোসেন ৫৫। বনগ্রাম শাখার টিএমএসএসের ম্যানেজার মোঃ নজির হোসেন ৪১ রংপুর, মাঠ কর্মী নূর হোসেন ৩৭ রাজশাহী, শাহানাজ পারভিন ৩৬ রাজশাহী, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মাছুমের বাড়ি গিয়ে তার কাছে ঋণের কিস্তির টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে মাছুমের নেতৃত্বে আসামিগন এমন ঘটনাটি ঘটায় বলে ম্যানেজার নাজির হোসেন জানান। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।