গত কয়েক সপ্তাহ যাবত বয়ে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ সাধারণ জনগণ, জীবিকার টানে এই তীব্র তাপদাহেকে উপেক্ষা করে ছুটে চলেছে কর্মের সন্ধানে, সেই সাথে বেড়ে যাচ্ছে নানাবিধ অসুস্থতা।
কর্মজীবী মানুষগুলো এই হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছে, যার ফলে শরীর থেকে অঝোরে ঝরে যাচ্ছে ঘাম সেই সাথে শরীরের মিনারেল, ভিটামিন এর অভাব দেখা দিচ্ছে, যা পূরণ না করায় পরতে হচ্ছে বিভিন্ন ধরনের অসুস্থতায়।
এই খেটে খাওয়া মানুষগুলোর জন্য দোসরা মে রোজ বৃহঃস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নেত্রকোণা জেলা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আরেফিন কায়সার শুভ এর নেতৃত্বে আওয়ামী লীগ এর জেলা কার্যালয়ের সামনে সর্ব সাধারণের জন্য সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়, এবং সাধারণ মানুষ সানন্দে তা গ্রহণ করে।
এসময় সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে, জনাব আরেফিন কায়সার শুভ বলেন, আমার কেন্দ্রীয় নেতাদের নির্দেশ এবং সাধারণ মানুষের জন্য এই কঠিন পরিস্থিতিতে কিছু একটা করার জন্যই আসলে এই উদ্যোগ, সাধারণ মানুষ এতো কিছু বুঝেনা সারাদিন কষ্ট করে শরীরের ঘাম ঝরিয়ে যায়, যার ফলে পানিশূন্যতা তে ভুগে কিন্তু বুঝে না যা কিছুদিন পরে বড় ধরনের অসুস্থতায় পরিণত হয়, আমরা সেই জন্যই এই কাজ করে যাচ্ছি, এই খেটে খাওয়া মানুষগুলোর সুস্থতার জন্য এবং তাদের কে সচেতন করার জন্য। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকল সংকটে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।