কবি- এ এস এম সাদেকুল ইসলাম
এমন জামানায় বসবাস আমার
সাধু পন্ডিতরাও ধোঁকাবাজ,
জ্ঞানী গুনীরা লাঞ্ছিত হয়
অসৎ মূর্খ্যরা করছে রাজ।
কর্মে ভেজাল খাদ্যে ভেজাল
ভেজাল স্বাস্থ্য সেবার,
সমাজ রাষ্ট্র সয়লাব এখন
অপরাধ- অনাচার বেশুমার।
মানবতার নাইকো বালাই
জুলুুুুমরা তাই নিত্য জালের কলে
স্বার্থ নেশায় মাতাল হাওয়ায়
মিথ্যারা আজ সকাল সন্ধা ফলে।
সকল কাজে সুদে মত্ত ঘোষে মত্ত
হারাম স্বাদে ভরা,
মিথ্যারা সব চাকচিক্য
সত্য’রা খায় ধরা।
এমন ভাবে চলতে থাকলে
কেয়ামতের ইহাই মর্ম আলামত,
সঠিক পথের বুঝ দাও প্রভু
রাখো সদা সালামত।