এ এস এম সাদেকুল ইসলাম
এক যে ছিলো স্বপ্ন পুরুষ
রাসেল তাহার নাম,
লোক সমাজে তরুণ তনয়
সংসারে তার মাঝারি দাম।
স্বপ্ন দেখে চর্ম চোখে
বিদেশ দিলো পাড়ি,
দুরাশাতে দিন কেটে যায়
দুঃখ সারি সারি।
সুখের আশায় দূর প্রবাসে
প্রবাস জীবন নিত্য চলে,
দিন কাটে যার যেমন তেমন
রাত গোজারে নয়ন জলে।
কর্মজ্যামে সময় যে পাড়
নাই অবসর বিন্দু,
নিরব মুখে আশা বাঁধে
দুঃখ চেঁপে সিন্দু।
তবুও সে নয়'রে হতাশ
আশায় জাগে বুক,
শ্রম ও ঘামে কিনে দিতে
পরিবারের সুখ।