তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
তীব্র তাপদাহে যখন হাঁসফাঁস জনজীবন তখন স্বস্তির বৃষ্টি আর্শীবাদ হয়ে এসেছে সৈয়দপুরে। সারা দেশে কয়েক ধাপে হিট অ্যালার্ট জারি ছিলো। সারাদেশে বৃষ্টি প্রার্থনায় আদায় করা হয়েছে সালাতুল ইসতিসকার নামাজ। শুক্রবার (১০মে)সৈয়দপুরে নেমেছে স্বস্তির বৃষ্টি। এই তীব্র গরমে ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারের বৃষ্টি ঝরেছে।
কয়েকদিন ধরেই সারা দেশে প্রখর তাপপ্রবাহ বইছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। সৈয়দপুরে দিনব্যাপী প্রখর রোদ ছিল। সৈয়দপুরে বিকেলে হঠাৎ আকাশে আগমন ঘটে মেঘের। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয় বেলা ৫টার পর। কিছুক্ষণ পর সেই ফোঁটা ফোঁটা বৃষ্টি রূপ নিলো স্বস্তির বৃষ্টিতে। পৌনে এক ঘণ্টার মতো প্রশান্তির বৃষ্টি ভিজিয়ে দিল পুরো সৈয়দপুরকে। সেই সঙ্গে অল্প পরিমাণে ছিল মেঘের গর্জন আর বিজলি।
টানা কয়েক দিন ধরে কাঠফাঁটা রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠে। হঠাৎ বৃষ্টিতে সৈয়দপুরে এক ধরনের শীতলতার পরশ বিরাজ করছে। এই বৃষ্টিতে সৈয়দপুরবাসী প্রশান্তিতে লম্বা নিঃশ্বাস নিয়েছে।