মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ বণ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৯ মে বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্রগ্রামের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় চট্রগ্রাম বন রসায়ণ বিভাগ, বিএফআরআই’র বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল-আল-মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) মোছা: লিজা বেগম, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বন বিভাগের সিনিয়র রিসার্চ অফিসার মো: জহিরুল আলম, ফিল্ড ইনভেস্টিগেটর মিজানুর রহমান প্রমুখ।
কর্মশালায় বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইন ও অসীম কুমার পাল মাল্টিমিডিয়া প্রজক্টরের মাধ্যমে বিষয়বস্তুর উপরে ভিডিও চিত্র প্রদর্শন করেন। কর্মশালায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বণ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ি, নার্সারী, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।