বাদিয়াখালিরে লস্টেশনের ছাঁদ ঢালাইয়ের কাজের উদ্বোধন
মোস্তাকিম রহমান,
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেলস্টেশনের
যাত্রীসেবার মান বাড়াতে যাত্রী বিশ্রামাগারের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১২ মে)সকালের দিকে রেলস্টেশন চত্বরে এ কাজের উদ্ভোদন করা হয়।
এসময় বিশ্রামাগার ঢালাই কাজের উদ্বোধন করেনঃ- আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক।
এ উপস্থিত আরও উপস্থিত ছিলেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের গোলাম রব্বানী মুসা, অত্র ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূরে আলম, ঠিকাদার মোশারফ হোসেন, তাজুল ইসলাম, মাওলানা হোসাইন আহম্মেদ সিদ্দিকী,ইউনিয়ন ছাত্র লীগের সহ-সভাপতি মারুফ শেখ,মমিন মিয়া,শাহাদাৎ, আনারুল ইসলাম,গণমাধ্যমকর্মী শ্রী বাবু বিমল কুমার পাল, আতিকুর রহমানসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন প্রমুখ।
একাজের অংশ নেওয়া
ঠিকাদার জানান, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি রেলস্টেশনের উন্নয়নের জন্য ২৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এই বরাদ্দে রয়েছে :- স্টেশনের ভবনের নতুন ছাদ নির্মাণ, স্টেশনের প্লাটফরম, নতুন সোকল ও সেফটিট্যাংক নির্মাণসহ ওই রেলস্টেশনের আনুসাঙ্গিক কাজের জন্য এই ব্যয় করা হবে।
তিনি বলেন, এই কাজগুলো শেষ হলে বাদিয়াখালী রেলস্টেশনে যাত্রীসেবার মান আরও বাড়বে বলে জানান।
এসময় একাজ সম্পর্কে জানান আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল খালেক বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি রেলস্টেশনে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনটি যাত্রা বিরতি করছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ লা জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত টিকিট বিক্রি করে রেলওয়ের আয় হয়েছে প্রায় ১১ লাখ টাকা। এলাকাবাসীর আন্দোলনের ফলে এই স্টেশনে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এখানে সব ট্রেন যাত্রা বিরতি করলে মানুষের যেমন উপকার হবে, তেমনি রেলের আয়ও বাড়বে। তিনি স্টেশনটির সার্বিক উন্নয়নের জন্য আরও বরাদ্দ বাড়াতে রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।