ভোলার চরফ্যাশন ও মনপুরায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কামরুজ্জামান শাহীন,ভোলা”
বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুব্যবস্থা, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি, যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভোলার চরফ্যাশন ও মনপুরায় বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।
গতকাল সোমবার ১৩ মে বিকাল ৪ টার দিকে মনপুরার হাজির হাট বাজারে ও চরফ্যাশন পৌরসভা ৫ নং ওয়ার্ডস্থ দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স মহাজনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবুবক্কর ছিদ্দিক মিল্টন, সদস্য সচিব রাসেদুল হাসান নয়ন সহ উপজেলা ,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে মনপুরা উপজেলা যুবদল আহ্বায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. কামাল উদ্দিন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপি'র যুগ্মসাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম মেম্বার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী নিজামুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. নুর উদ্দিন তুহিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. ইকরাম কবির ছাত্রদলের সদস্য সচিব মো. সাইদুল ইসলাম শাহীন প্রমূখ।