মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আ. মতিন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা র্যাব-১৩ এর অভিযানিক দল। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
(বৃহস্পতিবার, ১৬ মে) সকালে র্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আ.
মতিন নামের যুবক সে উপজেলার ভাগদরিয়া গ্রামের আঃ সাত্তার মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা র্যাব-১৩, (সিপিসি-৩)এর সদস্যরা
মাদক বিক্রির গোপন খবর পেয়ে বুধবার (১৫ মে) দিবাগত রাত্রী সাড়ে ৯টার সময় উপজেলার ভাগদরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ধৃত আসামি আ. মতিনের হেফাজতে থাকা অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে
গ্রেপ্তার
ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি সে দীর্ঘদিন থেকে এ ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সুকৌশলে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে।