মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০নং বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ই মে) সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভুমি মনোরঞ্জন বর্মনের অফিস কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে অত্র ইউপির
৯জন সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯ ভোট, অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ৩ ভোট প্রাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের প্রতিনিধি আলম বাদশা, বাপ্পি কুমার, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ, সহকারী সচিব মাহবুবর রহমানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ ।
উল্লেখ্য, সাঘাটা উপজেলার ১০ নং
বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে ইউপির ৯জন সদস্য বিভিন্ন অনিয়ম ও দূনীতির অভিযোগ আনেন।