মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৈদ্যুতিক ফ্যান দিয়ে বোরোধান পরিস্কার করতে গিয়ে মাহবুর রহমান (৩০) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে এদুঘটনাটি ঘটে।
নিহত মাহবুর রহমান নামের যুবক সে উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান,
বোরোধান মাড়াইয়ের জন্য বৈদ্যুতিক
ফ্যান দিয়ে তা পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতের স্বজনরা জানান, ওই সময় মাহাবুর রহমান নামের যুবক সে তার নিজ বাড়িতে বোরোধান মাড়াইয়ের কাজ করছিলেন। মাড়াইকৃত বোরোধান পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক ফ্যানের সংযোগ চালু করতে যান । এমন সময় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এঘটনার সত্যতা স্বীকার করেছে, ফরিদপুর ইউপির ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বেগম জানান, এ ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে সবার সাবধানতা অবলম্বন করা উচিত বলে জানান তিনি।