শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে দোকানের সার্টারের তালা কেটে নগদ  ৮ লাখ টাকা চুরি সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত বৃক্ষ রোপনেও আছে সাদকার সাওয়াব সৈয়দপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার সৈয়দপুরে “গরিব চিকিৎসা সেবা”সংগঠনের উদ্যােগে সহস্রাধিক অসহায় ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান সৈয়দপুরে এপিএন২৪টিভির লোগো ও ষ্টুডিও শুভ উদ্বোধন ভারতীয় উপমহাদেশের সার্বজনীন সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সৈয়দপুরে আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সদস্য মনতাজ আলী গ্রেফতার

উত্তরখানে আউলিয়ার মাজারে আগামী ২৩শে মে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে

প্রতিবেদক এর নাম / ৭৮ বার পড়া হয়েছে
বর্তমান সময় শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

 

শোয়েব হোসেন

 

বাংলাদেশের সকল ওলী আউলিয়াদের রুহানি ফায়েজ হাসিলের লক্ষ্যে ৩য় তম বাৎসরিক ওরশ মোবারক-২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৩শে মে ২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরাস্থ হযরত শাহ কবির (রহ:) মাজার, উত্তরখানে ।

খবরে প্রকাশ, বিশ্ব নবীর মহাধর্ম মানব কল্যাণ সুপ্রতিষ্ঠা কল্পে উক্ত ওরশ মুবারকে উয়ায়েসি তরিকার সকল ভক্তবৃন্দ এবং বাংলাদেশ তরিকত-এ-ইসলামী দলের পরিচালনায় সকল তরীকার পুনর্মিলনীর আয়োজন করা হবে।উক্ত অনুষ্ঠানে রাসূল(সা:) এর রিসালাত ও আহলে বায়াত পাক-পাঞ্জাতন সম্পর্কে আলোচনা, মুর্শিদি-মারফতি (দরবারি) সংগীত পরিবেশনা, মিলাদ কিয়াম ও তবারক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হতে চলেছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের সম্পর্কে জানা যায়, প্রধান অতিথি হিসেবে থাকবেন পীরে কামেল, বর্তমান জামানার শ্রেষ্ঠ মোজাদ্দেদ উয়ায়েছি ফকির হযরত শাহ সুলতানী বাচ্চু শাহ উয়ায়েছি(উয়ায়েছি দরবার শরীফ, ঘিওর বাজার, পীরগঞ্জ রোড, গোপালনগর, ঘিওর, মানিকগঞ্জ)।সভাপতিত্ব করবেন, মোঃ এনামুল হাসান খান (সিআইপি), সভাপতি, হযরত শাহ কবির (র:) মাজার ওয়াকফ এস্টেট, চেয়ারম্যান-প্রমি গ্রুপ।

আরও জানা যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জয়নাল আবেদীন (কাউন্সিলর, ৪৫ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), মোঃ নুরুল আমিন অরুণ (সভাপতি, হযরত শাহ কবির (র:) আশেকান ফাউন্ডেশন),মোঃ আতিকুর রহমান মিলন (সাবেক সাধারণ সম্পাদক, উত্তরখান ইউনিয়ন আওয়ামীলীগ), মোঃ মাহমুদুল হাসান রাসেল (সাবেক সাংগঠনিক সম্পাদক, উত্তরখান থানা আওয়ামী লীগ),আলহাজ্ব মোহাম্মদ সাগর আহমেদ (চেয়ারম্যান, ইভি টেক্স লি:),জনাব নূর মোহাম্মদ বেপারী( বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক), সৈয়্যদা সারওয়ার এ জাহান রত্নাজী(সহকারি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), শাহ সুফি মাইনুল কবির চিশতী মিরপুর-১(সুফিবাদি তাফসীরুল কুরআন গবেষক ও আধ্যাত্মিক লেখক)।

খবরে আরো জানা যায়, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ ক্বারী মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মইনুদ্দিন।বিশেষ মেহমান হিসেবে থাকবেন কাজী জাবের আহমেদ( সুরেশ্বরী),শাহ সুফি আজহার চিশতী, পীরজাদা শাহ পাঞ্জু উয়ায়েছি,শাহ আবু হানিফ পান্নু উয়ায়েছি এবং শাহ ইয়ার আলম উয়ায়েছি প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় থাকবেন শাহ মমতাজ উদ্দিন উয়ায়েছি ( সাংবাদিক, উত্তরা, ঢাকা) এবং শাহ বাবুল উয়ায়েছি (সাংবাদিক, ধামরাই, ঢাকা)। অনুষ্ঠানটির নিবেদক শাহ মোহাম্মদ শাহাদাত হোসেন উয়ায়েছি(উয়ায়েছি দরবার শরীফ, শাহ কবির মাজার, উত্তরখান, ঢাকা)। উক্ত অনুষ্ঠানে সকল তরিকা পন্থী ব্যক্তিবর্গ ছাড়াও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তিদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে। অনুষ্ঠানের স্লোগান রাখা হয়েছে,

” সুন্দর সত্য যাহা, সকলেই মানিব তাহা। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর