মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা পৌর পার্ক সংলগ্ন চুড়িপট্টি বা সান্দারপট্টিতে
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি ব্যবস্যা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার(১৭ই মে) রাত্রি আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌর পার্ক সংলগ্ন চুড়িপট্টিতে
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাত্রি আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌর পার্ক সংলগ্ন চুড়িপট্টি বা সান্দারপট্টির সনি রেকসিন হাউজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেখতে পায় স্থানীয়রা।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে।
এখবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আনুমানিক
দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ভুস্মিভুত হয়।
ক্ষতিগ্রস্ত
ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মাহিম স্টোর, তামিম সুতা ঘর, নিউ সুতা ঘর, সনি রেকসিন হাউজ, তপু জরি ঘর, রাইসা রেকসিন হাউজ, সোহেল স্টোর, নিতাই চন্দ্র সাহা ও সুতা ঘর।
এব্যাপারে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে অনেক কষ্ট হয়েছে। অগ্নিকান্ডের দোকানগুলোর মধ্যে সুতা, পটকা, তেল ও কসমেটিকস ছিল।পটকাগুলো ফুটে আগুন দ্রম্নত ছড়িয়ে পড়েছে।
তিনি আরও জানান , বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান অগ্নিকান্ডে ক্ষতিগ্র্স্থ ব্যবসায়িদের খোঁজখবর নেন এবং তাদেরকে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।