মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে পাপিয়া বেগম (৪৩) নামের এক গৃহবধূর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচা দুলা মিয়ার (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (১৮ মে) সকালের দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে এঘটনাটি ঘটে।
নিহত পাপিয়া বেগম নামের গৃহবধূ সে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর এলাকার রিজু মিয়ার স্ত্রী।
অভিযুক্ত দুলাল মিয়া নামের ব্যক্তি সে মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরি একপর্যায়ে শনিবার সকালে দুলা মিয়া ও তার ছেলে রাব্বি লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপণ করতে যান।
এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দুলা মিয়ার তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পাপিয়ার গলায় আঘাত করেন। এতে পাপিয়া মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয়।
এ ব্যাপারে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার বলেন, এখবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।