সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই ভোট

প্রতিবেদক এর নাম / ১১৬ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

 

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে মুক্তাগাছা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে চেয়ারম্যান প্রার্থীরা বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রত্যেক প্রার্থীর কর্মী ও সমর্থকরা প্রচার-প্রচারণা ও প্রতীক সম্বলিত হ্যান্ডবিল বিতরণে ভোটাদের দ্বারে দ্বারে ঘুরছেন। নিজ প্রার্থীর গুণকীর্তনে চা স্টল, বাসষ্ট্যান্ড, ভ্যানস্ট্যান্ড ও জনবহুল স্থান মুখরিত হয়ে উঠছে। পছন্দের প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে বলে ভোটারদের আকৃষ্ট করতে চেষ্টা করছেন প্রার্থী ও কর্মীরা। পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে চালিয়ে যাচ্ছেন নানা কৌশল ও শ্রুতি মধুর বক্তব্য। সব মিলিয়ে গণসংযোগ ও প্রচারণায় যেন কোনো প্রার্থীর দম ফেলার ফুসরত নেই।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থীর অনুপস্থিতে কে ভালো, যোগ্য ও কাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে এ নিয়ে চলছে আমজনতার আলোচনা-সমালোচনা। তবে প্রত্যেক প্রার্থী বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
মুক্তাগাছায় চেয়ারম্যান পদে ০৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ০৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৫ জনসহ মোট ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই আকন্দ (মোটর সাইকেল), সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি মো: আরব আলী(দোয়াত-কলম), সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেবাশীষ ঘোষ বাপ্পী (হেলিকপ্টার),উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য কবির মো: শহীদুল ইসলাম(ঘোড়া) এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ রেজাউল করিম (আনারস প্রতীক)। ভাইস চেয়ারম্যান প্রার্থী- মো: মনিরুজ্জামান (টিয়া পাখি), মো:আবুবকর সিদ্দিক মাষ্টার(তালা),মো: মাহমুদুল হাসান মুকুল (মাইক),মো: জাহিদুল ইসলাম বিটুল(টিউবওয়েল),মো: আ: বাতেন( উড়োজাহাজ) এবং মো: জাহিদুল ইসলাম জুয়েল(চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী- সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী (কলস),ইসরাত জাহান তনু(ফুটবল),মোছা: মজির্না বেগম(প্রজাপতি), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলু (পদ্মফুল) এবং লাভলী ইয়াসমিন (হাঁস) ।
মুক্তাগাছা মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ জানান, আগামী ২১ মে এ উপজেলা পরিষদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহল টিম দায়িত্ব পালন করবেন। এছাড়াও এ উপজেলায় ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর