জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নওগাঁর নিয়ামতপুরে ভোটকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটাররা।
মঙ্গলবার সকালে উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন। উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুলালি নামের এক ভোটার বলেন, সকালে সংসারের কাজ সেরে ভোট কেন্দ্রে এসেছি। এসেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। উৎসবমুখর পরিবেশে পরিবারের সবাই মিলে ভোট দিতে এসেছি।
মল্লিকা বর্মন নামের আরেক ভোটার বলেন, ভোটকেন্দ্রে কোনো সমস্যা নেই। কেউ কোন জোর করেনি, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
প্রিজাইডিং অফিসার সুজন আলী বলেন, সকাল থেকেই ভোটারের ভীড় করছেন কেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানান তিনি।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন