মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা
আসন্ন ষষ্ঠ ৪র্থ ধাপ উপজেলা পরিষ নির্বাচনে বটিয়াঘাটায় চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথীরা হলেন ১। আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমু- ঘোড়া ২। শেখ রাসেল কবির-মটর সাইকেল ৩। নিতাই গাইন- দোয়াত কলম ৪। শ্রীমন্ত্র অধিকারী রাহুল- টেলিফোন ৫। জিএম মিলন -চিংড়ী মাছ- ৬। শাওন – আনারস এসব প্রার্থীদের মধ্যে প্রচার- প্রচারনায় সাধারণ ভোটারের ও সচেতন মহলের জরিপে বিপুল সমর্থনও ভোটের হিসেব নিকাশে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমুর ঘোড়া প্রতিক। কারন হিসেবে জানা যায় আলহাজ্ব মোঃ মোতাহার শিমু দীর্ঘদিন নিজ এলাকা সহ উপজেলার দূর্গম চরাঞ্চলে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তাই সাধারণ মানুষের মাঝে প্রতিক পাওয়ার পর ঘোড়া মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বটিয়াঘাটা উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা-৬৫টি। ভোট কক্ষের সংখ্যা ৪৪৯ টি। উপজেলায় মোট ভোটার সংখ্যা-১লাখ ৫৯ হাজার ৬৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার -৭৯ হাজার ২১৩ জন ও মহিলা ৮০ হাজার ৪৪৩ জন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অনেক প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে দলমত নির্বীশেষে জনপ্রিয়তা শীর্ষে এগিয়ে রয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪নং সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তরুন প্রজম্মের আইকন ও বিশিষ্ট শিল্পপতি ও দানবীর এবং আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমু নিজে ও তার দলীয় নেতাকর্মীও অনুসারীরা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মাঠে ময়দানে ঘুরে ঘুরে প্রচারও প্রচারনা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি তার ঘোড়া মার্কায় ভোট দোয়াও আর্শীবাদ কামনা করছেন। চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমুর সাথে মুঠোফোনে যােগাযোগ করলে তিনি গনমাধ্যম কর্মীকে জানান দেখেন আমার জনপ্রিয়তা সয্য করতে না পেরে একটি কুচক্রী মহল আমার নামে বিভিন্ন মিথ্যা কথা রটাচ্ছে তাতে আমার কিছু আসে যায় না আমার সাথে আছল সাধারণ জনতা আমি যোগ্য না অযোগ্য তা সাধারণ জনতা আগামী ৫ই জুন ঘোড়া মার্কায় ভোট দিয়ে তা সকল কুচক্র মহল কে বুঝিয়ে দিবে বলে আমার সর্ব মহলের ভোটারের প্রতিদৃড়ও বিশ্বাস। আমি আশাকরছি ৫ই জুন এর নির্বাচন অবাধও সুষ্ঠ হবে আর তাতে আমি বিপুল ভোটের মাধ্যমে বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হবো ইনশাআল্লা সকলে আমিও আমার পরিবারের জন্য দোয়াও আর্শীবাদ করবেন মহান আল্লাপাক যেনো আমার মনের আশা পূরন করে। আপনাদের সেবা করার সুযোগ করে দেন।