ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে
বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ
ফায়িক মামুদ আদীবুল ইসলাম। (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে
আবারো চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ ও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী জাহিদুল ইসলাম বিটুল।
চেয়ারম্যান পদে বিজয়ী মটর সাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট ৬৭২৯০
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব আরব আলী দোয়াতকলম প্রতীকে প্রাপ্ত ভোট ১৮৭৩৮ ।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী জাহিদুল ইসলাম বিটুল টিউবওয়েল
প্রতীকে ৫৯৮২৪ ভোট পেয়ে নির্বাচিত
হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল হাসান মুকুল মাইক প্রতীকে প্রাপ্ত ৩২২৮২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী নাজমুন নাহার দিলু ৩৯৫৯৫ ভোট পেয়ে পদ্মফুল প্রতীকে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাত জাহান ফুটবল প্রতীকে প্রাপ্ত ভোট ২৬০৫৫।