জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ ২১ মে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ফরিদ আহম্মেদ।
আজ বুধবার বিকেলে উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভোট পরবর্তী নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীর ফুলেল শুভেচছায় সিক্ত হোন তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু, প্রকৌশলী বজলুর রশিদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ ভোটারগণ।
নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, সাধারণ ভোটারদের ভোটে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছি। সকলে দোয়া করবেন যেন আমার মধ্যে যেন অহংকার না আসে। সকলকে সঙ্গে নিয়েই উপজেলার উন্নয়নে অবদান রাখতে চাই।