আমের জন্য বিখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ
রিপোর্ট : শামসুন্নাহার সুমা
চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত বলে পরিচিত। কিন্তু বর্তমানে আমের যে করুণ দশা তাতে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কা আম বাগান গুলো।
প্রতি বছর আমের মুকুল হওয়া থেকে শুরু করে আম পাকা পর্যন্ত যত ধরণের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে তাতে আম চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছে,ফলে আম বাগান করতে আগ্রহ হ্রাস পাচ্ছে কৃষকদের মধ্যে। প্রতি বছরের ন্যায় এ বছরেও অনাবৃষ্টির ফলে বেশিরভাগ আমের মুকুল এবং আম মাটিতে ঝরে পড়েছে।
অন্যদিকে আমের ন্যায্য দাম না পাওয়ায় আম চাষীদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। আমের মুকুল হওয়ার পূর্ব থেকে সার,বিষ সহ বিভিন্ন ধরণের কীটনাশক পাওডার আমের গাছে দিতে হয়। যার মূল্য দিন দিন বেড়েই চলেছে অথচ সে অনুযায়ী আমের মূল্য বৃদ্ধি পায়নি।তাই প্রতি বছর আম চাষীদের লাভের পরিবর্তে লোকসান গুণতে হয় ।
বর্তমানের ন্যায় প্রতি বছর যদি এমনটা হতে থাকে তবে বেশিরভাগ আম বাগানের মালিক গাছ কেটে বসতবাড়ি নির্মাণ করবেন। আম বাগানি ও চাষীদের দাবী আমের মূল্য বৃদ্ধি করলে
এবং আম পাইকারদের কারসাজি না থাকলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে ও লাভবান হবে।