নিয়ামতপুর ৫নং রসুলপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।
উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মেহেদী হাসান ।
এতে বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ও উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৫ ১৭,৮৬,৮৩০ টাকা, বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৫,১০,৬৬,৪৬২ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭,২০,৩৬৮ টাকা।
এ সময় হিসাব সহকারী কাম - কম্পিউটার অপারেটর আলমগীর হোসেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু তাহের,সদস্য,আবুল কামাল আজাদ ভেলু,বশির আহম্মেদ, আলাউদ্দিন,আব্দুল হাই,খাইরুল ইসলাম তরফদার, জাহাঙ্গীর, মাহাবুর রহমান, মহিলা সদস্য, আমবেরা বেগম,সালমা খাতুন,মরিয়ম, গ্রাম পুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।