বিজয়ের সুর
মোঃ সেলিম হোসেন
চারিদিকে দেখি চেয়ে অনাচার আসে ধেয়ে
এগোবার পথ নাহি পাই,
দেখি শুধু কোলাহল থেমে যায় চলাচল
ভাবি, কোথা হতে কোথা যাই।
মানুষেরা আছে মাতি করে চলে জালিয়াতি
মানব মন মানবে নাই,
কার টাকা কার কাছে কার ফল কেন গাছে
তার দিশা খুঁজে নাহি পাই।
শুনি শুধু কোলাহল বয়ে চলে ঘোলা জল
সব যেনো কুয়াশায় ঢাকা,
পায়ে তাই গতি নাই কোথা হতে কোথা যাই
থেমে যায় জীবনের চাকা।
কার হাতে কোন বল তাই নিয়ে করে ছল
মানুষে আছে তাই বিপাকে,
মনে মনে কেঁদে যায় করে চলে হায় হায়
পাঁক খায় জীবনের বাঁকে।
কবে পাবো সেই জন পরিপাটি যার মন
জগতের কালো হবে দূর,
গেয়ে যাবে সেই গান দূর হবে পেরেশান
শুনা যাবে বিজয়ের সুর।