নড়াইলের কবি আতিয়ার রহমান ও কবি রুদ্ধ পথিকের জন্মবার্ষিকী পালন।
স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলার লোহাগড়ার কলেজ পাড়ায় অবস্থিত ডক্টর ওয়াহিদ পাঠাগারে লোহাগড়া লেখক পরিষদ ও কবি আতিয়ার রহমান পরিষদের যৌথ উদ্যোগে জনাব বেলাল সানির সঞ্চালনায় এবং ডক্টর ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমান।
গেলো ১লা জুন ২০২৪ ইং
বিকাল তিনটায় ডক্টর ওয়াহিদ পাঠাগার হল রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন কবি নিয়াজ আহমেদ, হান্নান বিশ্বাস,মিলু,আনিসুর রহমান, ননীগোপাল,কল্পনা খাতুন,হেনা পারভীন, সাধারণ সম্পাদক কবি প্রবক্তা সাধু,রাজিবুল ইসলাম, মঈনুল সোহাগ, মোত্তাকিম,জয় প্রমুখ। কবিতার জয় হোক প্রতিপাদ্য নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করা হয়। শুভেচ্ছা বক্তব্যে মঈনুল সোহাগ, হান্নান বিশ্বাস কয়েকটি প্রস্তাব রাখেন নড়াইলের সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত গুণীজনদের সম্মাননা, পরিষদের আয়োজনে মাসিক সভাকরা,কবিতা প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কৃত করা,প্রতি বছর একখানা যৌথ বই করা সহ আরও বেশ কিছু প্রস্তাবনা পেশ করা হয়।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি হান্নান বিশ্বাস, হেনা পারভীন, কামাল।
নড়াইলের খ্যাতনামা কবি আতিয়ার রহমান ছিলেন একাধারে একজন শিক্ষক, কবি,লেখক, সাংবাদিক । যার গুণকীর্তন ছড়িয়ে আছে পুরো বাংলায়। তবে কবি রুদ্ধ পথিক প্রচার বিমুখ নাম।
যার সাহিত্যের সুভাষ ছড়িয়ে পড়তেছে বাংলাতে। তাদের সাহিত্য মহলে পদচারণাতে লোহাগড়ার সাহিত্য সংস্কৃতি আলোকিত হয়েছে। আলোচনা ও কবিতা পাঠ শেষে কবি মুত্তাকিনের রচনা ও কন্ঠে সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠান শেষে কালচারাল অফিসার পাঠাগার পরিদর্শন করেন।
পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।