আপনাদের পাশে সেবক হয়ে থাকতে চাই : চেয়ারম্যান প্রার্থী শিমু
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা
আমি আপনাদের আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমু। ঘোড়া প্রতিক বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছি। আমি আপনাদের শাসক নয়, সেবক হয়ে আমৃত্যু পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। স্মার্ট ও উন্নয়ন বটিয়াঘাটা উপজেলা গড়তে আগামী ৫ই জুন ঘোড়া মার্কায় দলমত নির্বিশেষে সবার ভোট চাই। আপনারা সকল সম্মানিত ভোটার মিলে আমারা মার্কা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। গতকাল সোমবার ৩ই জুন সকালে বটিয়াঘাটা উপজেলার গাওঘারা বাজারে এক পথ সভায় আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমু এসব কথা বলেন। এ সময় তিনি সকলের কাছে ঘোড়া মার্কায় ভোট চান। সকলের দোয়াও সমর্থন চান তিনি।
নির্বাচনী প্রচার শেষদিন সোমবার। প্রচারণার শেষ দিনে ঘোড়া মার্কার সমর্থনে এক বিশাল শোডাউন বের হয়ে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে। ঘোড়া মার্কার শোডাউনে নানা বয়সি মানুষের স্বস্তঃস্ফূর্ত অংশ গ্রহনে পুরো এলাকা মুখরিত। ঘোড়া মার্কার জয়ধ্বনিতে গানের ছন্দের আর স্লোগানে কম্পিত হয় পুরো এলাকা।