রাজধানীতে চলছে ট্রাফিক উচ্ছেদ অভিযান
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা
ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল পিপিএম-সেবা ( অতিরিক্ত উপ -পুলিশ মহাপরিদর্শক এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো:কামরুজ্জামানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টুর নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত পূর্ব পাশের যাত্রী ছাউনি সংলগ্ন ফুটপাতের হকার এবং অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ট্রাফিক এয়ারপোর্ট জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ইউনুস মিয়া আখন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।