যেতে দাও
➤নার্গিস পারভীন
এবার চলে যেতে হবে,
থাকতে এসেও–
সময়ের পলে লেগেছে হাওয়া
পাল তুলে নৌকা ভাসে!
আমি তো চেয়েছিলাম
একমুঠো ধূলি আর ভালোবাসা কুড়াতে,
কতটুকু পেয়েছি জানিনা তা
ছুটির ঘন্টা বুঝি ওই ওঠে বেজে!
এবার আমাকে যেতে দাও!
সবুজ মাঠে শুনি নতুনের পদধ্বনি,
চিরায়ত হোক শুভাগমন,
বঞ্চিত হৃদয়ে থাক শূন্যের আহ্বান।
সভ্যতার দারুচিনি– বর্বরতার উলুবনে,
স্তরীভূত মেঘ– ঢাকা আকাশ!
আমাকে যেতে হবে, এবার যেতে দাও–
তারাদের চোখ মুছে।।