ব্যস্ত জীবন
——————
শামসুন্নাহার সুমা
তারিখ :০৯/০৬/২০২৪
দুনিয়াতে মানুষের সময়ের মূল্য
খুব বেশি
তাইতো তিক্ত শব্দে কথায় কথায়
বলে ব্যস্ত আছি।
যাকে ধরে মন,ভালো লাগে যার সবকিছু
রই কোন প্রয়োজন?
না পেলেও সময় তখন
বের হয়ে যায় কিছুক্ষণ।
ভালো লাগেনা, মনে ধরেনা যারে
তার কথাতেই আসে বিরক্তভাব
যা বলে তাতেই হয় মন তিক্ত
কথা বলতে গেলেই করে কত অজুহাত।