ভুল
--------------
মোঃ সেলিম হোসেন
০৯ জুন,২০২৪ খ্রিঃ।
দুই নয়নে দেখা জিনিস
চিনতে হলো ভুল,
যত্ন করে কাছে নিয়ে
হারাইলো দুই কুল।
বালির পরে ঝকঝকে এক
পাথর খুঁজে পাই,
হীরা মানিক ভেবে তারে
বুকে দিলাম ঠাঁই।
সাত রাজার ধন মানিক টারে
যাচাই করি যেই,
দেখি তাতে মহামূল্য
কোনকিছু নেই।
বালির মতো সস্তা পাথর
হীরার মতো রূপ,
দিব্য চোখের সাধ্য কী হয়
বুঝে অন্ধ কূপ।
নিত্য এমন ভুল করিয়া
নিঃস্ব হয়ে আজ,
ফেরার পথে দাঁড়িয়ে রই
নিয়ে কাঙাল সাজ।