দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ফরিদ আহম্মেদ
জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
টানা দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৯ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ফরিদ আহম্মেদ প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং নিয়ামতপুর উপজেলার সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নিয়ামতপুর উপজেলার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় নিয়ামতপুর উপজেলাবাসীর।
এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।