যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ২১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ০১।
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা
অভিযান-১০ জুন ২০২৪ খ্রিঃ সোমবার ডিবি যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৯.৪০ ঘটিকার সময় যশোর শার্শা থানাধীন টেংরালী দক্ষিন পাড়া সাকিনস্থ জনৈক শহিদুল মীর, পিতা-মৃত সন্তোস মীর এর পারিবারিক কবরস্থানের পাশে হইতে আসামী ১। মোঃ আলামিন @ রাহুল (১৯), পিতা-শহর আলী, মাতা-মোছাঃ আলেয়া বেগম, সাং-লাউজানী নওদাপাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে ২১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৬৩,০০০/- টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/শেখ আবু হাসান বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।