গাজীপুর জেলার জয়দেবপুর থানার গলাকাটা মার্কেটের খানিকটা দূরে অবস্থিত মাছের প্রজেক্টে বিশাল জঙ্গলের আশেপাশে দীর্ঘ কয়েক বছর ধরে পালাক্রমে বসছে জমজমাট জোয়া ও অবৈধ মাদকের আসর । গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ফিরোজ আলী ইউনিয়নের ঘাটপাড় নামক স্থানে দেশের বিভিন্ন যায়গা থেকে মাইক্রো,প্রাইভেটকারযোগে আসা জুয়ারিদের দিয়ে দিনে রাতে অবাধে প্রতিনিয়ত বসছে এই জুয়া আসর ।এতে করে এলাকার স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এর ফলে অনেক পরিবারই গরু-ছাগল, গাছপালা, জমিজমা বিক্রি করে নিঃস্ব হচ্ছে ।অনেক যুবকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। এ অঞ্চলের সাধারণ মানুষ এলাকার যুবসমাজের সুন্দর ও আলোকিত ভবিষ্যতের কথা চিন্তা করে অতিদ্রুত নিষিদ্ধ ওয়ানটেন জুয়া ও মাদকের আসর থেকে এলাকাকে মুক্ত করতে চায়। ওই নিষিদ্ধ জুয়া পরিচালনা করেন গাজিপুরের গফুর মিয়া, মেহেদি , মাসুম সহ আরো অনেকেই।
স্থানীয়রা জানায় পুলিশ প্রশাসনকে প্রতিদিন মোটা অংকের টাকা দিয়ে দিন,রাত প্রতিনিয়ত বছরের পর বছর এ অবৈধ কার্যক্রম করা সম্ভব না। আমরা এলাকাবাসী প্রতিবাদ করলেও এর প্রতিকার পাচ্ছি না ।আয়োজকরা থানা পুলিশের দোহাই দিয়ে আমাদের ভয় ও হুমকি দেখাচ্ছে। ওই অবৈধ ওয়ান টেন জুয়া খেলায় অংশ নিচ্ছে বিভিন্ন এলাকা থেকে আসা জুয়ারিরা।জুয়ার আসরে দিন দিন গ্রামবাসীর অংশগ্রহণ ও আসক্তির কারণে পারিবারিক কলহ সহ এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জানান হামলা, মামলা এবং হয়রানির ভয়ে আমরা প্রকাশে প্রতিবাদ করতে পারছি না। প্রশাসনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া না হলে এলাকাবাসী সর্বস্বহারিয়ে পথে বসার আশঙ্কা রয়েছে। আমরা এলাকা বাসী হিসেবে আমাদের এলাকাকে জুয়া মুক্ত এলাকা হিসাবে দেখতে চাই।
খেলা পরিচালনা কারি ও এই চক্রের মূল হোতা গফুরের সাথে কথা বললে তিনি গনমাধ্যম কে জানান এ নিয়ে আপনারা যা খুশি তাই করতে পারেন, লিখতে পারেন। আমি করি করবো কিছু পারলে আপনারা করে ফেলেন । খেলা খেলা হয় কথা সত্য আপনারা পারলে ব্যবস্থা নিতে পারেন এতে আমার কোন দ্বিমত নাই ।
এ ব্যাপারে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বললেন এই স্থানে বেশ কয়েকদিন পর পর অভিযান চালানো হয়। খেলোয়ারদের আটক করা হয় পরবর্তীতে যাবি নিয়ে আবার শুরু করে । তবে আপনি অভিযোগ করেছেন আমরা অতি শীঘ্রই এ ব্যাপারে খোঁজ নিব অতঃপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।