ক্ষণস্থায়ী সব
আব্দুল ওহাব
জীবন যৌবন এই পৃথিবী
সবই ক্ষণস্থায়ী
সবকিছুতেই মায়ী,
আজব স্বজন সব মায়াবী।
বিপদে নয় দায়ী।
আসবে যখন মরণের ডাক
সবই পড়ে রবে!
থাকবে না কেউ ভবে
সবাই বলবে কবরে রাখ্!
দালান কেন তবে?
মাটির শরীর পোকে খাবে
অহং বিবাদ মিছে,
ছুটছ রূপের পিছে!
হাসর মাঠে আত্মা যাবে
কেউ চলো না খিঁচে।
স্রষ্টার দেওয়া বিধান জানো
হিংসা-দ্বেষ ত্যাগ করো,
ভুলের জন্য তওবা করো
স্রষ্টার দেওয়া নিয়ম মানো
সরল পথটি ধরো।