গোনাগার
এস আই.মানিক
তুলিয়া লয়ে যাও ওহে মোর দয়াময়,
চাহিনা থাকিতে কভু আর এ ধরায়!
হিংসায় নিন্দায় পুরিলো জগৎ-ও,
লোভে আর লালসায় ভরিলো মগজ-ও!
স্মৃষ্টিতে শ্রেষ্ট বানিয়েছো যে মোরে,
সে আমি চলি হায় ক্ষমতার বড়াইয়ে!
হয়ে হায় মগ্ন দুনিয়াবি চেতনায়,
হাঁসিয়া খেলিয়া কাটিয়া দিন যায়!
শয়তানি চক্রে করিয়া ফেলেছি পাপ!
তুমি না করিলে-কে দিবে করিয়া মাফ?
শুনিয়াছি তুমি প্রভু দিল দরদিয়া গো,
পাপে পাপে অনুতাপে ক্ষমা চাহে হিয়া গো!
ওহে মোর বিধাতা-ক্ষমা চাহে গোনাগার,
ক্ষমা দিও করিয়া-যাহা গোনাহ্ আমার!!