ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ৫ জন মাদক ব্যবসায়ী ও ২জন জুয়ারু সহ গ্রেফতার ।
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,সম্প্রতি গত ১১ জুন মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের নিদের্শনায় ঠাকুরগাঁও জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৭০ (সত্তর) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০ (দশ) বোতল ফেন্সিডিল ও ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ৫ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন জুয়ারুকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সদর থানার ১২ নং- সালন্দর ইউপির সিংপাড়া গ্রামের মের্সাস সিংপাড়া এলপিজি পাম্পের সামনে ঠাকুরগাঁও-পঞ্চগড়গামী হাইওয়ে রাস্তা থেকে ৩০ (ত্রিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ কচুবাড়ী ধনিপাড়া গ্রামের অনিল চন্দ্র রায় এর ছেলে বিপুল রায় (২৬)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ৬ নং --ভতুরিয়া ইউপির টেংরিয়া ঝারবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ মোকলেসুর রহমান (৩২) এর
বসতবাড়ির ভিতর থেকে ১০ (দশ) বোতল ফেন্সিডিল উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার
বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে পৌরসভাধীন ১ নং --ওয়ার্ডের মিত্রবাটী মৌজাস্থ নেতার মোড়ে জনৈক বিদ্যাস মেকানিক এর দোকানের সামনে পীরগঞ্জ হতে বোচাগঞ্জগামী পাকা রাস্তা থেকে ৪০ (চল্লিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সাগুনি
গ্রামের তিমির চন্দ্র রায় এর ছেলে দুলাল চন্দ্র রায় (৪১)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার
বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ২০ নং -- রুহিয়া পশ্চিম ইউপির কশালগাঁও মৌজাস্থ (এমপির মোড়) জনৈক জাগিরাম দাস, এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ঘনিবিষ্টপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মোঃ রায়হান (২২), এবং একই গ্রামের আবু ছালাম এর মোঃ সিফাত ইসলাম (২০)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সদর থানার ৩ নং --আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা গ্রামের জনৈক ভবানী এর মিষ্টিকুমড়া খেত থেকে দুইজন জুয়ারীকে গ্রেফতার করা হয়। জুয়ার স্থান থেকে জব্দকৃত সামগ্রি- ৩(তিন) সেট তাস ও ৫৭০ (পাঁচশত সত্তর) টাকা, ১টি পুরাতন খয়রী রংয়ে টর্চ লাইট, জুয়ার আসর পেতে বসা নীল রংয়ের প্লাস্টিকের চট, ২টি পুরাতন বাটন মোবাইল। গ্রেফতারকৃত হলেন-- চামেশ্বরী গ্রামের মৃত মশারুল হক এর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৫০), দক্ষিণ বটিনা গ্রামের পরেশ চন্দ্র রায় এর ছেলে হরি প্রসাদ রায় (২৭), পলাতক রা হলেন --একই গ্রামের ফুয়া তো বর্মনের ছেলে
উত্তম বর্মণ (৩৫), রমেশ দাস এর ছেলে নিখিল দাস (২৫)সহ অজ্ঞাতনামা ২/৩ জন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।
অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।