মালা
-------
জাহিদুল ইসলাম মুন্সি
শুকনো ফুলের মালাটা অপেক্ষায় গুনছে তোমার প্রহর।
তেজস্বীনী রুদ্দুরে কেড়ে নিলো জিবন নামের নহর।
প্রভাতে ফুটা ফুলটা ঝড়ে গেলো বিকেলে,
সতেজ কালে রেখেছো তুমি খোপাতে।
সন্ধ্যায় গন্ধ হীনা বলে ফেলে দিলে।
স্বার্থের টানে কাছে ডাকে,
লসে পাল্লায় রশ্মি তে তবে নাকে,
পড়াতে করিবেনা ভুল,
সুভাস রাখেনি সে নিজে ঝড়ে যাওয়া ফুল।
লোহা সঙ্গ দোষে যখন পানিতে ভাসে,
শুকিয়ে যাওয়া এতদিন মাতিয়েছে তব সুভাসে।
ঝড়ে যাওয়া ফুলের কথা কেহ রাখে না মনে,
ব্যাথায় শুকনো পাপড়ি গুলো ঝড়ে গেছে চরম অভিমানে।আসেনি কো কেউ ভালবাসিতে আর,
জ্বালানীতে জালাবে প্রয়োজন যার।প্রানহীন দেহে আগুনের তেজ,
সুখি করতে গিয়ে তোমায় জিবন হলো শেষ।