দুস্থ্য অসহায়দের মাঝে কোরবানীর গোস্ত এবং খাদ্য সামগ্রী বিতরন করলো বদরুল আলম লাবু
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দুস্থ্য,অসহায়দের মাঝে কোরবানীর গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরন করল বাংলাদেশ আওয়ামী লীগের প্রচারও প্রকাশনা কেন্দ্রীয় উপ- কমিটির অন্যতম সদস্য বদরুল আলম লাবু ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক জনদরদী ও মানবতার ফেরিওয়ালা জননেতা আলহাজ্ব বদরুল আলম লাবু। রাজধানীর জুরাইন আলম মার্কেটে কুরবানির পশুর মাংস ও খাদ্য সামগ্রী প্রায় চার হাজার দুস্থ্য অসহায়দের মাঝে বিতরন করেছেন তিনি
এ সময় আলহাজ্ব বদরুল আলম লাবু বলেন আমি প্রতি বছর দুস্থ্য অসহায়দের কে কোরবানীর গোস্ত ও খাদ্য সামগ্রী দিয়ে থাকি আপনারা জানেন আমার পিতা মরহুম আলম সাহেব ছিলেন একজন উদার মনের মানুষ আমি তারই সন্তান হয়ে আমিও সব সময় চেষ্টা করি গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন হাজী মোঃ শাহ আলম, জুরাইন সেতু মার্কেটের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন ননী, বাবু খান, এবং বদরুল আলম লাবু ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবকরা আরো অনেকে প্রমূখ।