কবি- এ এস এম সাদেকুল ইসলাম এর কবিতা -
"মিথ্যে প্রণয় "
কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমায়
ভালোবাসার মিথ্যে প্রণয়ে ভুলায়েছিলে,
কত হাসিমাখা মুখে নিখুঁত অভিনয়ে
আমার হৃদয়খানি কাঁচের মতো টুকরো
করে ভেঙ্গে দিয়ে গেলে।
বিধাতার নামে শপথ করেও
স্বার্থের প্রলোভনে,আমার খাঁটি দেলের
খাঁটি ভালোবাসা চিতার অনলে জ্বালিয়ে দিলে।
সৌন্দর্যের অহমিকায় ঐশ্বর্যের লালসায়
, আমার মনে তিল তিল করে পোষা
বিশ্বাসের নিঃশ্বাসটুকু আজ যন্ত্রনার
দ্বীর্ঘশ্বাসের রূপ দিলে।
কথা দিয়েও আজ কথা কেটে দিয়ে
অন্য কারো জীবনের মহাসুখের
সঙ্গ পাবার আশায় আমার মহাসত্য
প্রেমের বাঁধন ছিন্ন করে চলে গেলে।
তোমার ভালোবাসার ছলাকল
এতো নিখুঁত ছিলো যে
, আমি বুঝতে নেহায়েত ভুল করেছিলাম
তাই ব্যর্থ মনোরথে জিহ্বা খুলে বলবো
তুমি এটা মোটেও ঠিক করোনি।
পরিশেষে ভগ্ন হৃদয়ের আকুতিময় শিকায়েত
নিয়তির কাছে রেখে দিলাম।