ভোলার শশীভূষণে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বজ্রপাতে মো. আক্তার তালুকদার (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে সৌরভ মিয়ার খামারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার তালুকদার একই এলাকার আঃ রসিদ তলিুকদারের ছেলে। সে সৌরভ মিয়ার খামারে দিন মজুরের কাজ করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সৌরভ মিয়ার খামারের গরুর ঘাস কাটতে মাঠে যান শ্রমিক আক্তার। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।