"হারানো স্মৃতি"
রবীন্দ্রনাথ হালদার।
আজও আমি জানিনা মীনা!
তুমি আজও আগের মতো কিনা!
আমি কিন্তু আজও চোখ করলে বন্ধ,
আশেপাশে খুঁজে পাই তোমার শরীরের গন্ধ।
আজও কি তোমার আরশোলা দেখলে আগের মতো লাগে ভয়!
নাকি আজ তোমার মনে অন্যরকমের অনুভূতি হয়!
আজও কি বিকালবেলা হলে তুমি কি নদীর তীরে যাও ?
নাকি ভুলে গেছো তাও!
জানি এখন হয়তো তোমার পাশে থাকে অন্য কেউ !
তবে বড্ড জানতে ইচ্ছে করে তুমি কি আগের মতো আগের মতো গুনতে থাকো পদ্মানদীর ঢেউ !
বড্ড জানতে ইচ্ছে করতে করে,
তোমার কি একবারের জন্য আমাকে মনে পড়ে ?
তোমার কি আগের মতো হঠাৎ-হঠাৎ রেগে গেলে!
তোমার সেই নরম তুলতুলে গালে এখনও কি আগের মত টোলের দেখা মেলে ?
তোমার কি এখনও দেখতে ইচ্ছে করে শঙ্খচিল,
কিংবা দেখতে ইচ্ছা করে নিত্য-নিত্য খুঁজে ফেরো নতুন-নতুন নীলপদ্ম ফুটে থাকা কোনো বিল!
জানি, আমাকে রেখে দুখে,
তুমি আজ আছো হয়তো আছো অনেক সুখে,
শুধু জানতে ইচ্ছে করে মীনা,
তুমি কি আগের মতো আছো নাকি অনেকটাই বদলে গেছো কিনা!
জানি আমাকে দূরে সরিয়ে রেখে,
আগের থেকে অনেকটাই সুখে আগের থেকে।
তুমি আমাকে ছেড়ে গেছো তাতে আমার কোনো দুঃখ নাই,
তুমি কি আগের মতোই আছো নাকি বদলে গেছো অনেকটাই,
আমি শুধু তোমার কাছে এটুকুই শুধু জানতে চাই।