সৈয়দপুরে হযরত তৈয়ব শাহ (র.)'৩২তম পবিত্র উরশ পালিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে খানকাহ কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সৈয়দপুরে আওলাদে রাসুল হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.)'র ৩২ তম পবিত্র উরশ মোবারক পালিত হয়।
২১জুন শুক্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দপুর পৌর ২নং ওয়ার্ড শাখা ও খানকাহ কমিটি আয়োজিত মাহফিলের কর্মসূচীর মধ্যে ছিল জিকির- আজকার, পূণ্যময় জিবন-দর্শন আলোচনা, মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।
মুহাম্মদ রিদওয়ান আশরাফী ও মাস্টার আব্দুল জব্বার রিজভীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এস এম নওশাদ আলি, সৈয়দপুর উপজেলা গাউসিয়া কমিটির সদস্যসচীব শাহেদ আলি কাদরী, জামেয়া রিজবীয়া মাদরাসার সম্পাদক আলহাজ্ব আজহার সুলতান রিজভী, কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসার সদস্য নাসিম কাদেরী, আনোয়ার কাদেরী প্রমূখ।
মুহাম্মদ সিরাজ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নুরে মদিনা মডেল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুর্শেদুল ইসলাম নুরী, ঐতিহাসিক ইসলাম বাগ চিনি মসজিদে ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহেদ রেযা রিজভী, করিমনগর মসজিদের ইমাম মাওলানা শাহজাদা হোসেন আশরাফী, গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মমিনুল ইসলাম নুরী, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার শিক্ষার্থী মাওলানা খোরশেদ আলম মানিক নুরী, গাউসিয়া সুন্নিয়া মসজিদের খতিব হাফেজ রশিদুল ইসলাম কাদেরী প্রমূখ।