সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা মাদকের ঘাঁটি পুলিশ মাদক প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছেন ।

প্রতিবেদক এর নাম / ৫৬ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলা মাদকের ঘাঁটি পুলিশ মাদক প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছেন ।

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,দেশের উত্তরের ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্যের কারণে সর্বনাশ ডেকে আনছেন । বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমার সন্তান ঢাকায় গিয়ে মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার জন্য প্রায়ই বাসায় ভাঙচুর করত সে। কখনো তার হাতে লাঞ্ছনার শিকার হয়েছি- বলতেই হাউমাউ করে কেঁদে ওঠেন অসহায় এক বাবা। তিনি পেশায় কলেজ শিক্ষক। নাম না প্রকাশের শর্তে ভারী হয়ে আসা কণ্ঠে তিনি আরও জানান, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না, পালিয়ে বেড়াচ্ছি। আর সন্তানকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করছি। এমন সংকটে শুধু তিনি একা নন । ঠাকুরগাঁও জেলার অনেক পরিবারের চিত্র এটি। সুকৌশলে মিয়ানমারে উৎপাদিত মাদক ইয়াবা ট্যাবলেট, সীমান্ত পথে ভারত থেকে বানের পানির মতো আসা ফেনসিডিল, গাঁজা যুবসমাজকে বিপথগামী করে দেশ ও জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। পুরো শহর ঘুরে সব বয়সের মানুষের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া গেছে তাতে ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলা দুভাবে চিনতে হয়। দিনের সঙ্গে রাতের কোনো মিল নেই। সকাল থেকে শেষ বিকাল পর্যন্ত শহরের যে চিত্র দেখা যায়, সেইভাবে উপজেলা গুলোতো একে অবস্থা । তাই অন্ধকার নামলেই কোথায় যেন হারায়। ঠাকুরগাঁও জেলায় সন্ধ্যার পর দ্রুত পাড়া-মহল্লার চিত্র পাল্টে যায়। রাস্তার পাশে ঝুপড়ি ঘর, টং দোকান, রিকশার গ্যারেজ, অফিসপাড়ার নিরিবিলি স্থান ও ফাঁকা জায়গায় উঠতি বয়সের তরুণ-যুবকদের আড্ডা অনেকটা অঘোষিত নিয়ম হয়ে গেছে। কখনো বয়স্করা এভাবে ঘোরাফেরার কারণ জানতে চাইলে একটাই জবাব- ‘স্কুল-কলেজ নেই, সারা দিন পড়াশোনার পর হাতে কোনো কাজ থাকে না। তাই বন্ধুরা মিলে সন্ধ্যার পর ঘুরতে বের হই। ’ তবে রাত ১১টার পর ঠাকুরগাঁও শহর ও উপজেলাগুলোতে একেবারেই ফাঁকা হয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত ১১টা এ ৫ ঘণ্টাই ঠাকুরগাঁও জেলার জন্য সর্বনাশ ডেকে আনছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যমতে, মাদকাসক্তদের বয়স ২০ থেকে ৩৫ বছর। ঠাকুরগাঁও শহর ছাড়িয়ে উপজেলা পর্যায়ে মাদক বহনে ব্যবহার কারা হয় নারী ও শিশুদের। কিন্তু মূলহোতারা সব সময় থাকে আড়ালে। মোবাইল কোর্ট ও পুলিশের অভিযানে প্রায়ই বহনকারী ধরা পড়ে। পুলিশ বলছে, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় বাড়ির মধ্যে গাঁজা আবাদের খোঁজ পাওয়া গেছে। এরপরই অভিযান চালিয়ে শতাধিক গাছ ধ্বংস করে ফেলা হয়। এ ছাড়া প্রতিনিয়ত মাদক চোরাচালানদের আটক করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে সীমান্ত দিয়ে অবাধে আসছে ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাঁজা। ইয়াবা কক্সবাজার থেকে ঢাকা হয়ে ঠাকুরগাঁও জেলায় কীভাবে আসে এমন প্রশ্নের জবাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কেউ দিতে পারেনি। তবে একাধিক সূত্রমতে, মিয়ানমার থেকে ভারতের ভিতর দিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় ঢুকছে ইয়াবা। সীমান্ত এলাকায় কখনো গরুর পাল, কখনো তেলের কনটেইনারে ঠাকুরগাঁও জেলায় মাদক প্রবেশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, সীমান্তের দুই দিকে রাতভর চলে মাদক কেনাবেচা। অবশ্য বিজিবির সূত্র, এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, সীমান্তে রাতদিন কড়া নজরদারি রয়েছে। এদিকে মাদকের অবাধ কেনাবেচা সম্পর্কে প্রশ্ন করা হলে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এস,আই নবিউল ইসলাম বলেন, সীমান্তের ৩ কিলোমিটারের মধ্যে পুলিশ প্রবেশ করতে পারে না। তারপরও পুলিশ মাদক প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্রমতে, ঠাকুরগাঁও সদর দফতরের ১৩ জনবলের মধ্যে আছে মাত্র ৬ জন। এ ৬ জনকে নিয়ে একটি ঠাকুরগাঁও জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা কতটা কঠিন তা সহজেই অনুমেয়। নেই কোনো আগ্নেয়াস্ত্র। তদুপরি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পরামর্শে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বলেন, মাদক মোকাবিলায় প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। প্রতিদিন বিভিন্ন থানায় ধরা হচ্ছে। মাদক নিয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে কোনো ছাড় নেই। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, সীমান্তে আমাদের বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। মাদক পারাপার সীমান্ত দিয়ে করা সহজ নয়, কারণ বিজিবি অনেক কঠোর অবস্থানে। আমরা প্রায় সময় মাদকের চালান ধরছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর