নদী ভাঙ্গন
----------------
গীতিকার: শামসুন্নাহার সুমা
পদ্মারে তুই একুল ওকুল
পাড়ি দিয়ে যারে--
এতে নেই কোন তোর বাঁধা
নেই কোন ঝঞ্ঝাট
যেদিকে তোর ইচ্ছে হয়
যা না তুই ছুটে রে -------।।
মাঝে মাঝে কেন তুই
এত নিষ্ঠুর হয়ে যাস
ঘর-বাড়ি, লোকালয়
সব ভেঙে নিয়ে যাস(২)
কেন তোর এই নিষ্ঠুরতা
বলনা তুই আমারে
অকারণে কেন তুই
এত রাগ দেখাসরে-।।
তোর বুকে কিসের আগুন
জ্বলছে তা কেউ জানেনা
কিসের জোয়ার ভাসছে বুকে
সেটাওতো কেউ দেখেনা(২)
সবাই তোরে কষ্ট দিলেও
কারো চোখে পড়েনা
তুই কারো ক্ষতি করলে
সবাই তোরে দোষী করে (২)
কেউ তো জানেনা তোর
শেষ যে কোথায় রে