একমুঠো মাটি
———–
মোঃ সেলিম হোসেন
একমুঠো মাটি চেয়েছিলাম তোমার কাছে
দিলে না তুমি, আর দিতেও পারবে না।
আমার যেদিন প্রয়োজন হবে সেই মাটির
সেদিন তুমি জানতেই পারবে না।
অতৃপ্ত বাসনা নিয়ে একমুঠো কম মাটিতেই
তৃপ্ত হয়ে বিদায় নিতে হবে আমার।
কে জানতো, সেদিন তোমার দৃষ্টি ছিলো
গিরগিটির দৃষ্টির মতো।
ওই বহুরূপী নয়নের দৃষ্টির মাঝে
সেদিন দেখেছিলাম অসীম সুখের সাগর।
তাইতো, অতি সুখের আশা মাথায় রেখে
ঘর ছেড়োছিলাম তোমার হাত ধরে।
মিথ্যে ভালোবাসার বাহুডোরে আবদ্ধ হয়েছিলাম।
হাজার স্বপ্নের জাল ছড়িয়ে
তোমার সাথে উড়তে চেয়েছিলাম
মেঘের দেশ থেকে নীল আকাশের
ওই গভীর সীমানায়।
শক্ত করেই ধরেছিলাম
কখনো ছাড়তে চাইনি সেই হাত।
দুর্ভাগ্য আমার, হঠাৎই দেখি,
তোমার সেই রঙ আর নেই।
তোমার দৃষ্টির সাগরে বিচরণ করলাম
কোথাও আর সুখ নেই।
সেখানে কেবল দেখলাম প্রজ্জ্বলিত অগ্নি
কুণ্ডলী পাকিয়ে উথাল পাথাল ঢেউ তুলছে।
সেই ঢেউয়ের মধ্যে ডুবে গেলে তুমি।
আমি একা পড়ে রইলাম এই নিঃসঙ্গ নির্জনে।
এখন কেবল অপেক্ষা সেই দিনের
যেদিন মাটি ছাড়া কিছু প্রয়োজন হবে না।
সে’দিন একমুঠো মাটি দেওয়ার জন্য
তুমি আর রইলে না।
হারিয়ে গেলে চিরতরে।